বিসিএস (বাংলাদেশ সিভিল সার্ভিস- ক্যাডার) পরীক্ষা তিন ধাপে অনুষ্ঠিত হয়:
(3 steps Bangladesh Civil Service (BCS/bcs) examination process: 1st step-preliminary test, 2nd step-written test & 3rd step-viva voce.)


১ম ধাপ: ২০০ নম্বরের নৈব্যক্তিক ধরণের (MCQ Type) প্রিলিমিনারি টেস্ট।

২য় ধাপ: প্রিলিমিনারি টেস্টে কৃতকার্য প্রার্থীদের জন্য ৯০০ নম্বরের লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হবে

৩য় ধাপ: লিখিত পরীক্ষায় কৃতকার্য প্রার্থীদের জন্য ২০০ নম্বরের মৌখিক পরীক্ষা অনুষ্ঠিত হবে

  •     ১ম ধাপ: সময়- ২ ঘণ্টা; ২য় ধাপ : পাস নম্বর- ৫০%; ৩য় ধাপ: পাস নম্বর- ৫০%।



Subject and marks distribution

প্রিলিমিনারি টেস্ট-এর বিষয় ও মানবণ্টন- ১ম ধাপ
(Subject and marks distribution of the preliminary test)

বিষয়ের নাম- নম্বর
বাংলা ভাষা ও সাহিত্য-৩৫
ইংরেজি ভাষা ও সাহিত্য-৩৫
বাংলাদেশ বিষয়াবলি-৩০
আন্তর্জাতিক বিষয়াবলি-২০
ভূগোল (বাংলাদেশ ও বিশ্ব), পরিবেশ ও দুর্যোগ ব্যবস্থাপনা-১০
সাধারণ বিজ্ঞান-১৫
কম্পিউটার ও তথ্য প্রযুক্তি-১৫
গাণিতিক যুক্তি-১৫
মানসিক দক্ষতা-১৫
নৈতিকতা, মূল্যবোধ ও সু-শাসন-১০
মোট ১০টি বিষয়ে- ২০০ নম্বর

৯০০ নম্বরের লিখিত পরীক্ষার বিষয়ভিত্তিক মানবণ্টন- ২য় ধাপ
(Subject and marks distribution of the written test)

সাধারণ ক্যাডারের প্রার্থী
কারিগরি/পেশাগত ক্যাডারের প্রার্থী
বাংলা -২০০
ইংরেজি -২০০
বাংলাদেশ বিষয়াবলি-২০০
আন্তর্জাতিক বিষয়াবলি-১০০
গাণিতিক যুক্তি ও মানসিক দক্ষতা-১০০
সাধারণ বিজ্ঞান ও প্রযুক্তি-১০০
বাংলা -১০০
ইংরেজি -২০০
বাংলাদেশ বিষয়াবলি-২০০
আন্তর্জাতিক বিষয়াবলি-১০০
গাণিতিক যুক্তি ও মানসিক দক্ষতা-১০০
পদ-সংশ্লিষ্ট বিষয়-২০০
*মোট-৯০০ নম্বর
*মোট-৯০০ নম্বর

*যে সকল প্রার্থী সাধারণ ও কারিগরি/পেশাগত উভয় ক্যাডারের পদের জন্য পছন্দক্রম দেবে, তাদেরকে সাধারণ ক্যাডারের জন্য নির্ধারিত বিষয়ের ৯০০ নম্বরের অতিরিক্ত সংশ্লিষ্ট পদ বা সার্ভিসের জন্য প্রাসংগিক বিষয়ের ২০০ নম্বরের লিখিত পরীক্ষা দিতে হবে।

২০০ নম্বরের মৌখিক পরীক্ষা- ৩য় ধাপ
(200 marks on interview or viva voce)

কমিশন বোর্ড গঠন করে মৌখিক পরীক্ষা নিয়ে থাকে্। বোর্ড সদস্যগণ -
    ü  কমিশনের চেয়ারম্যান/সদস্য- বোর্ড চেয়ারম্যান
    ü  সরকার কর্তৃক মনোনীত যুগ্মসচিব বা তদূর্ধ্ব পদমর্যাদার কর্মকর্তা- বোর্ড সদস্য
    ü  কমিশন কর্তৃক মনোনীত বিষয়ভিত্তিক বিশেষজ্ঞ- বোর্ড সদস্য

 বিসিএস-এর ২৭টি ক্যাডারের নাম (27 BCS cadre name):

সাধারণ ক্যাডার
কারিগরি/পেশাগত ক্যাডার
সাধারণ এবং কারিগরি/পেশাগত ক্যাডার
 বিসিএস (প্রশাসন) ,  বিসিএস (আনসার),  বিসিএস (নিরীক্ষা ও হিসাব),  বিসিএস (সমবায়),  বিসিএস (শুল্ক ও আবগারি),  বিসিএস (ইকনমিক),  বিসিএস (পরিবার পরিকল্পনা), বিসিএস (পররাষ্ট্র),  বিসিএস (পুলিশ) ,  বিসিএস (ডাক),  বিসিএস (কর)
 বিসিএস (কৃষি),  বিসিএস  (মৎস্য),  বিসিএস (বন),  বিসিএস (সাধারণ শিক্ষা),  বিসিএস (স্বাস্থ্য),  বিসিএস (জনস্বাস্থ্য প্রকৌশল),  বিসিএস (গণপূর্ত),  বিসিএস (রেলওয়ে প্রকৌশল),  বিসিএস (সড়ক ও জনপথ),  বিসিএস (পরিসংখ্যান),  বিসিএস (কারিগরি শিক্ষা)
 বিসিএস (খাদ্য),  বিসিএস (তথ্য),  বিসিএস (পশু সম্পদ),  বিসিএস
(রেলওয়ে পরিবহন ও বাণিজ্যিক),  বিসিএস (বাণিজ্য)
ক্যাডার  সংখ্যা- ১১টি
ক্যাডার  সংখ্যা -১১টি
ক্যাডার  সংখ্যা-টি